. (৬১)
হে খোদা তোমার প্রেমে তৃষিত হরিণ
তোমার বিরহে শূন্য মনের জমিন
অবসাদে ঢাকে প্রাণ অস্থির অপার
হে খোদা আমারে দাও তোমার দিদার।
(৬২)
আঁখিপাতে জমে জল কাটে অনুদিন
অতীত কলুষ ভারে দিন বেরঙিন
না পেলে মার্জনা খোদা অন্ত হবে প্রাণ
তোমার কৃপাতে মোরে দাও পরিত্রাণ।
(৬৩)
বিপুল উছলি ঢেউ সাগরের বুকে
পাহাড়ের ঝর্নাধারা কাঁদে অতি দুঃখে
হে খোদা আমার বুকে সাগরের ঢেউ
চোখের দু-পাতে কাঁদে অবিরাম কেউ।
(৬৪)
বিশ্বাসে অটল আমি তোমাতে শরণ
কেবল তোমার পথে হউক মরণ
তোমার দেখানো পথে আমার জীবন
অসৎ দুর্জনে কভু রেখো না যাপন।
(৬৫)
হে খোদা তোমার ঘরে তুমি থাকো যথা
তোমার মহিমাগান সদা হোক সেথা
পাপের কালিমা সেথা যেন ঝরে পড়ে
যেন সবে পাক হয়ে ফিরে আসে ঘরে।
ফিরোজ, মগবাজার, ০৩/০৬/২০২৪