. (৪৬)
হে খোদা তোমার বাণী জ্ঞানের আকর
দূর করে সব ব্যথা - অসুখ মনের
প্রশান্তিতে ভরে প্রাণ, চোখের দীপন
অকাট্য বিধানে আসে ন্যায়ের শাসন।
(৪৭)
কোরানের বাণীগুলো সুধা ঢালে কানে
পূর্ণতা দেয় সে বাণী জীবন বিধানে
কোরানের পথে খোদা সদা রেখো মোরে
গোপন পাপের পথ সদা রেখো দূরে।
(৪৮)
সৃষ্টির প্রচ্ছন্ন বাণী জাগায় চেতন
জগতের কোলে ওড়ে তোমার কেতন
সৃষ্টির সুপ্ত ভাষায় তোমার গৌরব
নিপুণ সৃষ্টি-কলায় তোমার সৌরভ।
(৪৯)
ধরণীতে ঝড় ঝঞ্ঝা, যা কিছু থাকুক
তোমার কৃপাতে বাঁচি, তুমি নিয়ামক
এ অবোধের অর্পণে, খুশি হও খোদা
নাজাতের পথে তুমি রেখো মোরে সদা।
(৫০)
শক্তির আধার তুমি, তুমিই মালিক
নগণ্য দাসেরে দিলে করুণা অধিক
শোকর গুজার মোর না হয় প্রতুল
তোমার মহিমা খোদা অসীম অতুল।
ফিরোজ, মগবাজার, ২৪/০৬/২০২৪