. (৭৬)
বাতাসে খোসার মতো যাই নাকো উড়ে
আঁধার পিছল পথে ফেলো নাকো ছুড়ে
কুটিল জটিল জালে জড়িও না মোরে
হে খোদা মিনতি শত রেখো প্রেমডোরে৷
(৭৭)
ছলনা কুমতলব সদা যেন হারে
তামাশার সব ঘর ভেঙ্গে পড়ে ভারে
উপাসনা আরাধনা কেবলি তোমার
হে খোদা তোমার কাছে ব্যথা প্রতিকার৷
(৭৮)
খোদার চাদর ধরে কেউ না টানুক
বিশ্বলোকে তাঁর প্রেম সদা জাগরূক
বড়াই না করে মোর মাথা হোক নত
তোমার স্মরণ হতে না থাকি বিরত৷
(৭৯)
শুকনো ঘাসের মতো দিও না চেতন
সবুজ সতেজ রেখো সদা মোর মন
হৃদয়ে জ্যোতির জল করে টলোমল
মনের দীঘিটা রেখো প্রশান্ত শীতল৷
(৮০)
জাগিও না রোষানল এ দাসের মনে
হে খোদা দিও না ছেড়ে অনুচিত বনে
নফসের ধোঁকা হতে রেখো মোরে সাফ
মানুষের প্রেমে যেন ছুড়ে ফেলি পাপ৷
ফিরোজ, মগবাজার, ১০/০৭/২০২৪