.               (২৬)
হে খোদা তোমার বাণী যেন রাখি শিরে
বেহুদা প্যাঁচাল কভু ধরে নাকো ঘিরে
চাটুকারে দর্পবাদে না হই নিরত
দীনহীনে রেখো মোরে সদয় নিয়ত৷

                (২৭)
হে পরম দানো মোরে আলোকিত চোখ
তোমার দয়াতে করো সুশীতল বুক
পার করো অনায়াসে অকূল পাথার
রহমতে ভরে দাও সুশীল আগার৷

                (২৮)
হতভাগা কে তোমারে করে না স্বীকার!
এমন কখনো তুমি দিও না বিকার
সৎ পথে সদা তুমি রেখে দিও মোরে
বিপথে কভু না যেন রাত আসে দোরে৷

                (২৯)
রিজিকের ঘরে যদি মন্দ হাত বাড়ে
শুভবোধে ঋদ্ধ করো ভ্রম যেন ছাড়ে
জ্ঞানত জীবনে যতো করেছি গুণাহ
হে খোদা শরমে মরি দানিও পানাহ৷

                (৩০)
হে খোদা দাওগো তুমি সাহসী সানাই
জুলুমের পথগুলো রুখে দিতে চাই
জালিমেরে বাধা দিয়ে করি সিনা টান
অভীক স্বরবে যেন গাই জয়গান৷

ফিরোজ, মগবাজার, ১৪/০৬/২০২৪