. (৮১)
অখুশি হলে হে খোদা তির বেঁধে বুকে
রাজি খুশি হলে খোদা বুক ভরে সুখে
আমার কর্মতে যেন সদা প্রীত হও
কভু ভুল হলে খোদা অতুষ্ট না রও।
(৮২)
হে খোদা ছেড়ো না একা, সম্মুখে ক্ষতির
তোমারে হারালে হবো বোবা ও বধির
জুলুমে বেঁধেছে মোরে নিজেরি অহম
আশার ডালিতে রেখো তোমারি রহম।
(৮৩)
হে খোদা দেখাও মোরে নাজাতের পথ
স্বরবে ন্যায়ের পথে সদা থাকি সৎ
পাপ হতে সদা মোরে রেখো ব্যবধান
চলার সকল পথে রেখো সাবধান।
(৮৪)
হায়াত মউত যেন, ক্ষণিকের ছায়া
নশ্বর জগতে তবু, কেন এত মায়া?
হে খোদা কিসের আশা, ধরণীর পরে?
নিঃশ্বাসে বিশ্বাসে ডাকি, কেবলি তোমারে।
(৮৫)
সবরে ফলদ মেলে হে খোদা রহম
দুখীর কষ্ট ঘুচাও তুমি হে পরম
তোমার সকল আজ্ঞা যেন মর্মে ধরি
সকল নিষেধ যেন সদা মেনে চলি।
ফিরোজ, মগবাজার, ১৩/০৭/২০১৪