. (৩১)
হে খোদা তোমার ঘর পুণ্যে ভরা হোক
পুণ্যবান মুমিনের আবাদে ভরুক
কথা ও মুখের ভাষা হোক পরিমিত
মুমিনেরা ভাই ভাই সদা হোক ব্রত।
(৩২)
হে খোদা ধরাতে দাও মুমিনের দল
চেতনায় মানবতা, জাগরিত বল
বন্ধনে আবদ্ধ তারা সীসা ঢেলে ঘেরা
ন্যায়ের বিধানে তারা দুনিয়ার সেরা।
(৩৩)
সদা ভালোবাসি যারা বিশুদ্ধ-বিমল
পিয়াসী মননে ঢালো প্রশান্তির জল
হে খোদা যাচনা করি সেই পথে নাও
ধন্য যে পথে তোমার দয়াকে বিলাও।
(৩৪)
স্মরি খোদা প্রতি দমে নই কলুষিত
বিশ্বাসে প্রবোধে যেন হই বিকশিত
সে পথে যেন না চলি যে পথে গজব
সদা তুমি রেখো মোরে পুলকে সজীব।
(৩৫)
তোমার বিধানে যেন সদা থাকি খুশি
কারো প্রতি অপবাদে কাউকে না দুষি
নির্মল অন্তরে ডাকি, হে খোদা তোমায়
সাড়া দিও অবধানে, দেখিও উপায়।
ফিরোজ, মগবাজার, ১৬/০৬/২০২৪