.               (৯১)
গাফিলতে থেকে থেকে হারিয়েছি মান
অতি তুচ্ছ রিক্ত যেন পশুর সমান
ঈমানী দৃঢ়তা নেই, মরি বার বার
বদরের তেজ দাও হে খোদা আবার।

                (৯২)
ঈমানে দ্বিধার জাল ঘিরে ধরে যারে
সদা লাঞ্ছনা গঞ্জনা তাড়া করে তারে
এমন হে খোদা মোরে করো না ধরায়
তোমার করুণাধারা যেন না হারায়।

                (৯৩)
শত বাধা দুঃখে যেন তোমাকে না ভুলি
তোমার আদেশ যেন সদা কাঁধে তুলি
হে খোদা কৃপাতে মোরে চালিও সুপথে
চরণ দু-খানি কভু, না যায় বিপথে।

                (৯৪)
প্রেমের ছায়াতে তুমি দূর করো দুখ
হে খোদা কখনো তুমি হয়ো না বিমুখ
জপি নাম তব গান তোমার স্মরণে
হে খোদা প্রার্থনা যত তোমার চরণে।

                (৯৫)
সৃষ্টির সুন্দরতম কেবলি মানুষ
হাওয়াতে যায় উড়ে যা কিছু ফানুস
হে খোদা তোমার দান অশেষ অপার
জপি শান-স্তবগান, হে খোদা তোমার।

ফিরোজ, মগবাজার, ০৬/০৮/২০২৪