. (৪১)
কভু যদি জলে ডুবি উত্তাল ঢেউয়ে
নিমেষে হারাই ঝড়ে, প্রবল প্রলয়ে
কখনোবা অগ্নিশিখা ঘাড়ে শ্বাস ফেলে
বাঁচিও হে খোদা তুমি কোন এক ছলে।
(৪২)
হে খোদা নয়ন মোর নত যেন রয়
উদ্ধত ঘাড় ও মুখ কভুও না হয়
দয়ালু যে জন তারে ভাল কথা বলি
পবিত্র জনের সাথে সৎ পথে চলি।
(৪৩)
কুটিল চতুর যারা যেন দূরে রাখি
সুখে দুখে অনাথের সদা পাশে থাকি
জ্বালিও প্রদীপ শিখা অন্তর আগারে
হে খোদা সে শিখাগুলো জ্বলুক আঁধারে।
(৪৪)
সঠিক পথের যত আছে যাত্রীদল
নিজ অভিলাষে খোদা সকলের ঢাল
দ্বিষৎ শঠের প্রতি পাহাড়ের বাধা
পথের নিশানা খোদা রেখে দিও সাদা।
(৪৫)
দিনালোকে ভাষা পেয়ে করে গুণগান
বলে রাত্রির ছন্দেরা তোমাকে মহান
জগতের সবে গায় মহিমা তোমার
দিও মোরে ভক্তি খোদা স্তুতি গাওয়ার।
ফিরোজ, মগবাজার, ২১/০৬/২০২৪