. (১৬)
সৃষ্টি জগতে তোমার সবখানে প্রভা
করুণা দিয়েছো ঢেলে, বিশ্ব-কোলে শোভা
তোমার মহিমা গান, সদা যেন গাই
তোমার করুণা যেন, সদা আমি পাই।
(১৭)
যত করি স্তবগান, হয় নাকো শেষ
অবোধ অক্ষম আমি, পারি না বিশেষ
তোমার স্মরণে যেন পাই আমি সুখ
খোদার বন্দনে ভুলি বিভেদ অসুখ।
(১৮)
রেখেছো ন্যায়ের দণ্ড হাতে খোদা তুমি
গরলে বিলোপ করো দুরাচারী ভূমি
দুনিয়ার যত বাধা দূর পরকালে
সমাসীন সিংহাসনে হে খোদা নিরলে।
(১৯)
দলিতের সাথে খোদা বিপদে সাহস
মজলুম-ফরিয়াদে কম্পিত আরশ
জগতের যত কর্ম চুলচেরা ভারে
সুবিচারে প্রতিফল দেন খোদা তারে।
(২০)
ঝঞ্ঝাট-সঙ্কটে খোদা, করো নাকো ত্যাগ
অতি হীন তুচ্ছ আমি ক্ষমিয় বিবাগ
হে খোদা তোমারে খুঁজি, করি গুণগান
আরাধনা - স্তুতিরবে দাও পরিত্রাণ।
ফিরোজ, মগবাজার, ০৯/০৬/২০২৪