. (২১)
মুসিবতে যায় ডুবে যে ভোলে তোমারে
খোদাকে হারালে গাঁও অনাচারে ভরে
লালনে-পালনে ঠিক রেখেছো জাহান
কভু না তোমারে ভুলি, হে খোদা মহান।
(২২)
শাহরগ-সন্নিকটে খোদাকে পাবেন
সৎ কর্ম অনাচার সকলি দেখেন
অসৎ বাসনা হতে দূরে থাকি যাতে
ছলনার জাল ছিঁড়ে রেখো হেফাজতে।
(২৩)
জগতের স্রষ্টা তুমি, নিয়ন্তা হে রব
দুনিয়া ভরেছে পাপে দিও না গজব
সকল অনিষ্ট থেকে নিরাপদে রেখো
শয়তানি ধোঁকা রোধে সদা পাশে থেকো।
(২৪)
ক্ষমতা দিও হে খোদা, সাহস অপার
অন্যায়ের প্রতিরোধে করো তৎপর
নিরূপায়ে আমি যেন সদা পাশে থাকি
অসহায় মানুষেরে সুনজরে রাখি।
(২৫)
ধনুকের তির যদি বিঁধে এসে বুকে
এমন পরখে প্রাণ থাকে যেন সুখে
খোদার পথেও যদি প্রাণ নেয় কেড়ে
পাখির দু-পাখানাতে ভর করে ওড়ে।
ফিরোজ, মগবাজার, ১১/০৬/২০২৪