.               (৭১)
আকাশ বিদিত করে বিজলি ঝলক
তরু কাঁপে মরু কাঁপে হরিণী চমক
তোমার সুতোয় বাঁধা জগতের সব
তোমার গুণানুবাদে সদা কলরব৷

                (৭২)
কুঠরি কবর হতে তুলে এনে মোরে
জীবন ভরালে খোদা খুশির জোয়ারে
হে খোদা এ মন যেন না কাটে নীরবে
এ দাসেরে তৃপ্তি দিও, যাচনা স্বরবে৷

                (৭৩)
নাফরমানি ছাড়ে যে দয়াতে খোদার
যে জন পেয়েছে ক্ষমা করুণাতে তাঁর
সে জন হয়েছে ধন্য পেয়ে মহা-দান
হে খোদা দিওগো মোরে আলোকিত জ্ঞান৷

                (৭৪)
খোদাকে স্মরণে রত সদা মুমিনেরা
তোমার সুপথগুলো ভোলে জালিমেরা
ভালোবাসা দিয়ে করো হৃদয় উদার
ন্যায়ের মশাল জ্বেলো অন্তরে আমার৷

                (৭৫)
খোদার গরিমাগাথা সদা রাখি জারি
যে গাথায় ভরে মন পুলকিত ভারি
দুখীর বেদনা খোদা করে দাও দূর
সকলেরে রেখো ভাল হাসিতে মধুর৷

ফিরোজ, মগবাজার, ০৮/০৭/২০২৪