. (৫১)
সোনার মুকুট দিলে এই অবুঝেরে
হায়াত বাড়িয়ে দিলে এই গোলামেরে
সম্মানে ভাসালে তুমি বহু বহুবার
হে খোদা এ আশীর্বাদ অমৃত অপার।
(৫২)
হে খোদা ত্যাজিলে কেন এই অভাগারে
তোমার শরণ হতে ঠেলে দিলে দূরে
রোদনের জল জমে দু-আঁখির পাতে
গভীর আকুতি মোর এ অন্তর হতে।
(৫৩)
তোমার ধেয়ানে যায় সারা দিনমান
রজনী বেদনে কাটে, কেঁদে হয়রান
তোমার আধারে রেখো হে খোদা মহান
লজ্জাতে ফেলো না তুমি, নয় অপমান।
(৫৪)
মোরে মাতৃ গর্ভ হতে এনেছো ভুবনে
অগণিত নেয়ামত দিয়েছো জীবনে
কঠিন সঙ্কটে হাত ছেড়ো না আমার
ফিরায়ে নিও না মুখ হে খোদা তোমার।
(৫৫)
যদি সিংহের গর্জনে কেঁপে ওঠে বুক
হাজারো কথার বাণে খুলে দেয় মুখ
তরল জলের মতো ঢেলে দেয় মোরে
হে খোদা তখন তুমি রেখো নাকো দূরে।
ফিরোজ, মগবাজার, ২৯/০৬/২০২৪