. (৮৬)
মরুর ধুলোর সম পাপে ঢাকা আমি
আকুলি-বিকুলি মম সব জানো তুমি
অকুলে ফেলো না খোদা, কেবলি শুনাই
তোমার বাঞ্ছাতে মোর বাসনা জানাই।
(৮৭)
অনাথের বন্ধু করো হে খোদা মহান
রক্ষা করো বিপদেও পাহাড় সমান
হায়াত বাড়িয়ে দিও নীরোগে সদাই
তোমার মহিমাগীতি উলসে বাজাই।
(৮৮)
ভণ্ডামি ভাবনা মনে দর্শনে তপস্বী
এমন হীনের দায়ে করো নাকো দোষী
সকল বিপাকে তুমি রেখো মোরে দৃঢ়
রটনা গুজবে মোরে করো না বিমূঢ়।
(৮৯)
তৃষিত অন্তরে আমি থাকি পথ চেয়ে
অশান্ত হৃদয় কাঁদে তোমাকে না পেয়ে
সাগরের ঢেউ ভেঙ্গে পড়ে মোর বুকে
কৃপা না করলে খোদা মরি ধুকে ধুকে।
(৯০)
দিবসে তোমার নামে, কাটুক অশনি
তোমার স্মরণে কাটে, বিনিদ্র রজনী
তোমার আশিক হয়ে তোমাতে করম
দিদার দাও হে খোদা, হে বন্ধু পরম।
ফিরোজ, মগবাজার, ১৫/০৭/২০২৪