. (৩৬)
ডাক শোন হে রহীম, বিপাকে সহায়
কেশরী নিনাদে তারা বৈরিতা ছড়ায়
দুর্জনের পথে পথে হাতছানি যতো
হে খোদা তোমার পথে অবিচল ততো।
(৩৭)
মৃত্যুর রশিতে খোদা যদি পড়ে টান
আগুনে বিষাদ আনে, যদি ভাসে বান
তিমির পাতালে নামে সব ভালোবাসা
হে খোদা তখনো তুমি দিও মোরে আশা।
(৩৮)
যদি পাকে ধুম্রকুণ্ড বাতাসের শ্বাসে
আকাশ নমিত হয় জমিনের পাশে
আঁধারের ছায়া যদি করে পদতল
হে খোদা তখনো তুমি ভরসার স্থল।
(৩৯)
টলেছে ধরণী-বুক, কাঁপে থর থর
বইতেও পারে নাকো পাহাড়ের ভর
বিচার দিবসে খোদা ভালোবাসা দিও
অন্তরের আর্তিগুলো করুণাতে নিও।
(৪০)
আকাশে উদিত করো গ্রহ সূর্য তারা
বাতাসে ভাসিয়ে দাও জীবনের ধারা
বিধির কলমে লেখো অদৃষ্টের খাতা
কৃপার কালিতে খোদা ভরে দিও পাতা।
ফিরোজ, মগবাজার, ১৮/০৬/২০২৪