.               (১)
আল্লাহর পথে যেবা সদা থাকে খুশি
তাঁরই স্মরণে যার কাটে দিবানিশি
ঝর্ণার পাশে সে এক সজীব বাগান
ফুলে ফলে সুশোভিত, কভু নয় ম্লান।

                (২)
পাপের ডেরাতে যার পড়ে না চরণ
কোন কুমন্ত্রণায় যে রাখে না করণ
ধন্য সে জন খোদার অতীব সে প্রিয়
নিমগ্ন প্রশান্ত আত্মা যা কিছুতে শ্রেয়।

                (৩)
আপন জনতা কেন কলহে প্রবৃত্ত?
অর্থহীন তর্ক হতে হয় না নিবৃত্ত!
খোদার রজ্জুতে যদি হাত শক্ত হয়
লৌহদণ্ড সেই হাতে, মন্দ বাধা দেয়।

                (৪)
কেবল প্রার্থনা তাঁর, তিনিই একক
জগতের সবকিছু, তিনিই মালিক
তোমার চাহিদা যত, তাঁর কাছে সব
ডাকলে অন্তর থেকে, সাড়া দেন রব।

                (৫)
খোদার আশ্রয়ে যিনি, খোদা তার ঢাল
সদা থাকে মাথা উঁচু, সাথে থাকে কাল
খোদাকে স্মরণে যিনি স্বরবে ডাকেন
শত বাধা শত বিঘ্নে নির্ভয় থাকেন।

ফিরোজ, মগবাজার, ০৪/০৫/২০২৪