.               (১২৬)
করুণায় ভাগ করে সাগরের জল
মুসার জাতিকে দিলে হেদায়ার ছল
হে খোদা কভুও মোরা যদি পথ ভুলি
তওবার পথ ধরে নিও কাছে তুলি।

                (১২৭)
খোদা তুমি অনুগ্রহ রেখেছো অপার
জলস্রোত বারিধারা রিযিকের দ্বার
হে খোদা ব্যাকুল চিত্তে অবাধ্য না হই
তোমাতে বিশ্বস্ত আমি সদা যেন রই।

                (১২৮)
জ্ঞানের আলোতে খোদা ভরে দিও ঘর
হতাশার অন্ধকারে ডুবিও না আর
গোলাপের জল দিয়ে ধুয়ে ফেলো মন
ফুলের সুরভী মনে করিও বপন।

                (১২৯)
খোদার প্রেমের ফুল গলে পরে নিয়ে
প্রাণ পায় সঞ্জীবন প্রেমো সুধা পিয়ে
সারাক্ষণ মজে মন ইশকে খোদায়
আপন ঘরের মাঝে আপনি লুকায়।

                (১৩০)
সদা তাঁর জয়গান উঁচু উঁচু স্বর
নিবেদনে দেহমন আনন্দ মুখর
প্রাণের আকুতিগুলো নিও খোদা মেনে
দয়াময় সাড়া দিও আপনার গুণে।

ফিরোজ, মগবাজার, ২৪/০৮/২০২৪