যখন প্রেম বিহনে পাথর হবার দশা
তুমি কেবল - নির্বিকার হরণ করে চলেছো
কৃপণ অন্তরে সব যেনো
আপন সম্পত্তি করে নেবার ইচ্ছা
নিতে গেলে দিতে হয় -
সে নীতিবোধের এক জার্রাও অনুভবে নেই
জ্বলন্ত অগ্নিশিখায় গ্রাস করে সব ছাই
প্রতিনিয়ত ইন্ধনের যোগানে
অনাবিল প্রেম চাও তুমি
প্রতিষ্ঠিত দপ্তর পোড়ে, আসবাব পোড়ে
খাজাঞ্চিখানাও পোড়ে
পোড়ে বিচারালয়, ভোটের আঙ্গুলের ছাপও পোড়ে
বীর যোদ্ধারা পোড়ে
ভিটে-মাটি-মানচিত্র পোড়ে
তোমার আগুনে সবকিছু পুড়ে পুড়ে বিনিঃশেষ
কেবল চাই ইন্ধন, ইন্ধন …!
তুমিই শুধু প্রেমের যোগ্য হলে!
কাঠ-পাথর, তরতাজা-কাহিল, রসিক-বেরসিক
সকলের অন্ধ আসক্তি আর প্রেম চাও তুমি
বাহুবল, কুটকৌশল - উপায় কি বলো?
ঘাড়ে কোদাল মারলেও
তোমার প্রতি নির্মল প্রেম বিলাতেই হবে …
I Will Give One-sided Love
When the stage of becoming a stone without love
you're just immutable and taking away everything
In the stingy heart
you desire, everything is to be own property
If you want to take, you have to give -
A drop of this code is not in your feelings
All burnt in the blazing flames are turned into ashes
For constant supply of fuel
you want unconditional love
The institution is burnt, the equipment is burnt
The treasury is also burnt
The court is burnt, the fingerprints of the vote is also burnt
The heroic warriors are burnt
The ground, the land and the map are burnt
Everything is burnt and finished in your fire
You just want fuel, fuel …!
Only if you are worthy of love!
Wood-stone, fresh-weak, curious-uncurious
You want everyone's blind devotion and love
The power, tactics - tell, what is the way?
Even if you hit the spade on the neck
I have to give you pure love …
ফিরোজ, দিলকুশা, ১৫/০৩/২০২১