কবির অন্তর্গত ভাবনাগুলোর শৈল্পিক প্রকাশই হলো কবিতা। কবিতার নির্দিষ্ট কোন কাঠামো নেই। ছন্দ-সুরের যোগে কবিতাগুলো পৌছে যায় কানে কানে। তাই ছন্দ-সুর, তাল-এর গুরুত্ব রয়েছে অনেক। গদ্য কবিতায়ও একটা অন্তর্গত ছন্দ থাকে। মোটকথা কবিতার শৈল্পিকতা একটা বড় উপাদান। নানা শর্ত - নানা বেড়াজালে কবির কবিতা লেখায় স্থবিরতা আনে। অনেক কবিতা হয়ে পড়ে প্রাণহীন।
চিন্তার জগতে মৌলিক বলে কিছু নেই, এটা আমার মত। সখের বসে কবিতা লিখি। অন্তর থেকে উদগত ভাবনাগুলো নিজের মতো নিজের করে লিখতে চেষ্টা করি। এক্ষেত্রে পূর্বসুরি, বর্তমান সকল কবির কাছ থেকে শিখতে লজ্জা কিসের। পুরাতন, আধুনিক, উত্তোরাধুনিক, তারপর.........। অত শত ভাবি না, মনের তাগিদে লিখে যাই কবিতা, লিখতে থাকি.....................