কবির উপলব্ধিগুলো ভাষা পেলে হয়ে যায় কবিতা। সে ভাষা যদি হয় রসে সিক্ত প্রাঞ্জল, উপলব্ধিগুলো হৃদয় ছুঁয়ে গেলে ও তার প্রকাশভঙ্গি যদি স্বতন্ত্র হয়, সে কবিতা হয়ে ওঠে অসাধারণ সার্থক। সার্থক কবিতায় বিমূর্ত ছন্দ (যে ছন্দ পরিস্কার নয়, তবে কবিতার ভাজে ভাজে লুকিয়ে থাকে) যোগ হলে সে কবিতা হয়ে যায় অতিশয় উজ্জ্বল-আকর্ষণীয়, যেন কাব্যাকাশে জ্বল জ্বল করা নক্ষত্র। এ কবিতা হতে পারে গূঢ়-রহস্যে ঘেরা বিভিন্ন অর্থবোধক, কিংবা সরাসরি প্রমূর্ত ভাবের প্রকাশ। অনুরূপ নক্ষত্রের দেখা মেলে কম, তবে তা বারবার দেখতে চাই।
আলোচনাটি ১০২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১৬/০৩/২০১৬, ০০:৫৭ মি: