পরম ধেয়ানে সিদ্ধি মরি ভাবনায়
চেতনা সীমায় বসে অসীমে হারায়
ভবের লীলায় কাটে নাকাল সময়
বিভ্রমে দ্বিধায় মন দিন চলে যায়
সৃষ্টির বিধানে কেনো স্রষ্টাকে বিচার
অপূর্ণ জ্ঞানের ভারে কেবল ফখর
অন্তর ব্যাকুল হয়ে শূন্যে তড়পায়
পরম প্রকাশ মর্মে ভাব দ্যোতনায় ।
জগতের চিহ্নগুলো যায় বলে যায়
পরম খেলছে একা বসে নিরালায়
দয়াল পরম বিনে এ ভব অচল
আপন নিরোধে হয় মনের দখল
এ ধরাতে তুমি আমি তাঁরই মায়ায়
পরম মহান অতি কারো সৃষ্ট নয় ।
ফিরোজ, দিলকুশা, ০৮/০৮/২০১৮