.               (৬৬)
আশার আলো হে খোদা, গাফুরুর্রহীম
রেখো মোর মিনতি হে অনন্ত অসীম
আমার জীবনে খোদা যত আছে পাপ
করীম নামের গুণে করে দিও মাফ।

                (৬৭)
জগতে মোহন রূপ সদা তুমি জ্ঞানে
তোমার জগতে থাকি, সদা থাকি ধ্যানে
সদা খোদা সাথে থেকো আপদে বিপদে
নিবেদন আজীবন রেখো নিরাপদে।

                (৬৮)
মিনতি শোনো হে খোদা বেদনা গভীর
কর্ণকে হে খোদা তুমি করো না বধির
নীরবতা মনে হয় সমাধিতে বাস
আমায় রেখো না খোদা অসাধুর পাশ।

                (৬৯)
অন্তরে বাইরে নেই কথা কাজে মিল
ভীষণ অসুখে ধরে কদাকার দিল
অশুভ দূষিত কাজে ঘিরে রাখে যারে
নিজ হাতে কামিয়েছে ফল দিও তারে।

                (৭০)
হে পরম পরাক্রমী, মহা-মহীয়ান
পরম প্রতাপে তুমি মহা-গরীয়ান
তোমার হুকুমে খোদা, নত চরাচর
এভারেস্ট হিমালয় কাঁপে থরথর৷

ফিরোজ, মগবাজার, ০৬/০৭/২০২৪