অবুঝ হলে দ্রোহের আগুন
পোড়াতে গিয়ে নিজেই পোড়ে
দিগ্বিদিকে উড়তে গিয়ে
পাখনা মেলে আত্মাহুতি
আলগা করে সোনার বরণ
পোকায় খেলে লাভটা কি?
অস্তিত্বের জানান দিতে
কিচির মিচির অবোধ আওয়াজ
ওৎ পেতে রয় লোলুপ দৃষ্টি
ডাকাত দলে সবই লুটে
সোনার দেহ, সোনার বরণ
পোকায় খেলে লাভাটা কি?
সুরক্ষাতে হিত বিহিত
সুস্থ মনন কেবল সহায়
বড়ই জটিল মনন গড়ন
চোরের উৎপাত আলগা ঘরে
চোরে কেবল রত্ন খোঁজে
সুরক্ষাহীন সোনার দেহ
পোকায় খেলে লাভটা কি?
ফিরোজ, মগবাজার, ২৮/১০/২০২০