অহরহ যত্রতত্র কথার বাণে বস্ত্রধোলাই
পিত্তিফাটা জঘন্যতর উত্যক্ত-আচরণ
বিরক্তির পারদে চরমসীমা ছুঁয়েও
ভর্তি পিপা হতে উপচে পড়া প্রেম নিবেদন
না হলে যে মস্তবড় অপরাধ
বিভীষিকার বিছানাতে তৃপ্তিকর ঘুম
তা না হলে ভারী অন্যায় হয়
অভিযোগের ঝুড়ি-ডালি সাজিয়ে সাজিয়ে
জনে জনে প্রদর্শন,
স্বপ্নের পেয়ালা ভর্তি প্রেমের বর্জ্য-এসিড
ঝলসে ঝলসে ফোসকা পড়া অন্তর
দহনে দহনে বিবর্ণ হলেও
চমকিত খুশির মোমবাতি জ্বেলে
ভারী সুখী এ সংসার !!!
ফিরোজ, মগবাজার, ০২/০১/২০১৮