ওহে, প্রিয় ভূমির অনাগত মা-মণি
ওহে, অনাগত শ্রদ্ধেয় পিতাগণ
আমার পিতা, পিতামহ, প্রপিতামহের
মাংস, হাড়, মজ্জা মিশে আছে পবিত্র এ ভূমিতে
মাটি হতে অন্তরীক্ষে
ঝুলে থাকা সময় ও নির্লজ্জতার সিঁড়ি বেয়ে
আমার কাছে একদল পেটুক রাক্ষসের আগমন
এরা কেবল খায়, সামনে যা পায় খায়
পথ খায়, ঘাট খায়, সাঁকো খায়, নদী খায়
পুকুর খায়, খাল খায়, বিল খায়
জমি খায়, হাওড় খায়, বাওড় খায়
পানি খায়, সরবত খায়, গরম জল খায়
ঘর খায়, বাড়ি খায়, গাড়ি খায়, দালান খায়
বাজেট খায়, উড়াল সেতু খায়, ব্রিজ খায়, রেল খায়
বাস খায়, ভাতা খায়, দান খায়, মান খায়
নিয়োগ খায়, যোগ খায়, বিয়োগ খায়
আপদ খায়, শোক খায়, ভোগ খায়
ক্লাব খায়, ক্যাসিনো খায়, গদি খায়, আসন খায়
বালিশ খায়, পর্দা খায়, বই খায়, টিন খায়
ভাণ্ডার খায়, খাজাঞ্চিখানাও খায়
পারলে উইপোকার দাঁত দিয়ে মানচিত্র কেটে খায়
যা কিছু নাগালের মধ্যে সব খায়
সিসিফাসের পাথরের ভারে ক্লান্ত আমি
ওহে অনাগত মা-মণি, শ্রদ্ধেয় পিতাগণ
ব্যর্থ, শ্রান্ত, লজ্জিত আমি
রাক্ষস শৃঙ্খলে বাঁধার দায়ভার
দিয়ে গেলাম তোমাদের কাঁধে
ফিরোজ, দিলকুশা ২৬/০৯/২০১৯