ব্যাধির দৃষ্টি ঠিকরে পড়ে
ঘরে ঘরে, মাঠে-ঘাটে
শহরে, নগরে-বন্দরে, সবখানে

আবছায়া আলোতে দেখা গেলো
চলিত চিন্তাহীনতা, আফলা বন্ধ্যাত্ব
আঙুলের ডগাতে ভেসে ওঠে -
পরিসংখ্যান বিলাসিতা, দীনতা
কর্মের অসারতা, আর
ভয়ানক বৈষম্যের পাহাড়
আরো আছে -
রঙিন চশমা পরা ভদ্রলোকের অর্থনীতি

নির্বিশেষ যাপিত জীবনের
আসল রঙটা কী! দেখেনা তারা
ব্যাধির কাল মাত্র, ইতর-কাল স্থবিরতা
সংকোচনে থেমে গেলো রিজিকের হাত

চিন্তাতে নেই ওরা, ভাবনাতে নেই ওরা
যাদের পেট চলে -
দোরে দোরে ছাই বেচে
দা-বঁটি-কাঁচিতে শান দিয়ে
আরো যারা - দিন আনে দিন খায়
ওদের জীবনের আসল রঙটা কী!
দেখেনা তারা
রঙিন চশমা পরা ভদ্রলোকের অর্থনীতি

প্যানডেমিকের আলোতে
ভদ্রলোকেরা নাঙ্গা-উলঙ্গ !!


The Eyes of Pandemic

The rays of pandemic are shining
in the house, in the field and mooring
in the town, in the city and port, everywhere

In the shadow of light, it is seen
usual thoughtlessness, sterile barrenness
On the tip of the finger, it is floated -
the luxury of statistics, misery
the futility of deed, and
the mountains of terrible inequality
There's more -
the economy of colored glass’s gentleman

Regardless of the life lived
what is the real color! They don't see
Only a period of pandemic, a period of infirmity
the hand of food is stopped in contraction

They are not in thought, not in mind
Those who meet the hunger -
by selling of ashes door to door
by sharpening the knife-chopper-scissor
More who - live hand to mouth
What is the real color of their lives!
They don't see
The economy of colored glass’s gentleman

In the light of the pandemic
The gentlemen are nude and naked !!

ফিরোজ, মগবাজার, ০২/০১/২০২১