দাদার দাদা তারও দাদা ভূমিপূত্র
হয়নি কভু জানা
জনম জনম তোমার আমার সেই কথাটি
জানতে চাওয়া মানা ।
দাদার দাদার বাবা আবার বেজায় ভালো
ছিলেন সুফী লোক
তুমি আমি মূল হারিয়ে কুল মাড়িয়ে
কেবল গিলি ঢোক ।
দাদার দাদার জমি ছিল জিরাত ছিল
তিনি করতেন চাষাবাদ
দিনগুলি তার হাসি খুশি কাটতো ভাল
কভু করতেন না বিবাদ।
সূর্যাস্ত সেই আন্ধা আইন পড়লো শিকল
দাদার বাবার পায়ে
এক আদেশে মালিকানার সব হারালো
জমিদারের ঘায়ে ।
আমার দাদা সাদাসিধা নরম মানুষ
ছিলেন নাকো চতুর
সারাদিনের খায় খাটুনি জমিদারের
খাজনা দিতে ফতুর ।
নতুন আইন নেই জমিদার কিছু জমি
পেলেন ঘুটেঘেটে
বাবা আমার চাষাবাদে কৃষক হলেন
খেতেন গতর খেটে ।
নতুন রূপে মহাজনে ভূমিদস্যুর
হাতটি নতুন ধর্মী
কর্পোরেটে শিল্পকরণ নতুন ধরন
হলাম পোষাক কর্মী ।
বংশধারা পরস্পরা চতুর তারা
শোষক করে শোষণ
আমরা যেনো ফকির মিসকিন ওরা কেবল
দখলে নেয় আসন ।
The Novel Transformation
Grandpa’s grandpa and also his grandpa, the son of land
It’s never known
From generation to generation, you and mine, the said word
Is restricted to know.
Grandpa's father of grandpa was very good too
And a pious man
Losing the origin, you and me, treading the clan
We just cause to the swallow.
Grandpa’s grandpa had lands and properties
He used to cultivate
His days were good to spend happily smiling
He never disputed.
The law of sunset, blind law, chains were confined
At the legs of grandpa’s father
In one order, he lost all the rights
In the stroke of the landlord.
My grandpa was a simple and softened man
He wasn’t clever
The hard effort all the day, for the rent of landlord
He became penniless.
New law, there is no landlord, some lands
Were got tracking
My father became a farmer in farming
And earned in physical works.
In a new form, the hands of money-lender and land-grabber
Are a new character
New forms in the corporate industrialization
We are the dress workers.
A sequence of heredity, all are clever
An absorbent always dries up powerless
We are like poor and helpless, they just
Takes over the seat.
ফিরোজ, মগবাজার, ২৪/০৪/২০২০