চোখটা যেন কাজলা পুকুর
হিজল গাছের তলে,
মগডালে এক স্বপ্ন ছিল
ঝাঁপ দিয়েছে জলে।
ডুবতে ডুবতে অথৈ জলে
তল হারা এক ঘর,
চালের ফাঁকে চাঁদের কিরণ
ঐ আকাশের পর।
শাপলা ফোটা কাজলা পুকুর
মিষ্টি হাসির রেখা,
জলকেলিতে মগ্ন যুগল
বর্ষা মেয়ের দেখা।
কাঁদলে চোখের দু-কোণ হতে
আঁকাবাঁকা নদী,
চোখের তারায় ফুল ফোটাতো
থাকতে কূলে যদি।
নদীর জোয়ার, নদীর ভাটা
কাজলা পুকুর পর,
মেঘের কালো কাজল মাখে
মেঘ বালিকার ঘর।
ফিরোজ, মগবাজার, ৩১/০৭/২০২২