বুঝতে শেখার আগেই পিতৃ হারিয়ে মহা-বিপর্যয়ে
বৎসরটা ছিল ঊনিশ শত একাত্তর
যেন তীব্র স্রোতের মাঝে হালভাঙ্গা নৌকা
কষ্টের মালা হাতে পৃথিবীর দুটি বাহু ঊর্ধ্বে তোলা
প্রতিটি মুহূর্ত সংগ্রাম-সংগ্রাম, আজীবন সংগ্রাম
কষ্টের মালা তবু আপন গলা হতে ঝরে পড়লো না কখনই
অথচ অন্য কারো দুঃসময়ে ঝাঁপিয়ে পড়তে
আর ছায়া হয়ে আগলে রাখার সে কী নিরন্তর প্রয়াস !
কষ্টের বিভীষিকা তবু কেনো যেন সারাক্ষণ তোমার পিছু পিছু
নিয়তির লেখা হয়তো !
পৃথিবীর মায়া ছেড়ে তাই বুঝি অভিমানে চলে গেলে চিরদিন
তবে এ বিদায় বড্ড অসময়ে, ঘুরেফিরে ইতিহাস একরকম
এখন সালটা দুই হাজার বিশ, রেখে গেলে
পিতৃহারা পনের বৎসরের এক অসহায় ফুটফুটে কিশোর
আবারো তীব্র স্রোতের মাঝে হালভাঙ্গা নৌকা
কেবল উল্টা-সিধা, এদিক-সেদিক ধাক্কা খায় ... !!!
ফিরোজ, মগবাজার, ০৪/০৬/২০২০