কত কঠিন হতে পার ... !
কোন ক্ষয় নেই বুঝি - অন্তরে উঁকি দিয়েছে অহং
উদ্ধত শক্ত গ্রীবা
নির্মম হাতের অনবরত প্রসারণ
অতি কঠিন - পাথর মন, ভুলে যায় পরিণাম …
জানো-তো অদৃশ্যের ক্ষয় ধীরে ধীরে
ক্ষয়ে ক্ষয়ে অদৃশ্য হয়ে যায়
অস্তিত্বের নিশানাও শূন্য হয়ে ফকফকা সাদা
সময়ের পৃষ্ঠাগুলো বিদ্বিষ্ট কালো অক্ষরে লেখা হয়
কালের সাক্ষী শুধু চিতায় জ্বলে ।
ফিরোজ, মগবাজার, ২১/০৯/২০১৮