যান্ত্রিক সভ্যতাতে ইদানীং ছড়িয়ে পড়েছে
নগরায়নের ছায়া
সাপের মত নগর গ্রামকে একটু একটু গিলে খায়
নগর নগরকেও উদরে ভরে
এদেশের মাটি তবুও জন্মদাত্রী জননী
আদিম নিয়মের ভিতরেই
এখনও জন্ম নেয় ফসল, শস্যদানা
যদিও দৃশ্যের বদল হয়েছে ঢের
লাঙ্গল ছেড়েছে হালের বলদ
যন্ত্রে যন্ত্রে ঘোরে চাষী ও চাষাবাদ
বলদহারা ধানের মলন
বিচালি হাতে বাঁশের চালিতে
সপাত সপাত কাব্যিক শব্দ নেই
বদলে গিয়ে যন্ত্রে বাজে
ধান মাড়াইয়ের ঘ্যাড়ঘেড়ে আওয়াজ
তবু চাষির ঘরে এখনও নবান্নের উৎসব
নিজের অস্তিত্ব ভুলে গেলে কি হয় ?
যদিও গোরস্থানে শুয়ে আছে মা
পিতার কবরের চিহ্ন এখন আর নেই ।
ফিরোজ, মগবাজার, ০১/০৩/২০১৯, বিকাল ৪.২৫