শ্রুতির কর্ণে কর্ণে
মুখ ভেংচে গালি দাও, তুই বেটা …
স্মৃতির দেয়ালে দেয়ালে
কদর্যতার কালিতে চিকা মার, তুই বেটা …
চোখের সামনে দেখি তোমার সারা দেহ
কয়লার কালিতে লেপটে গেছে
দুর্গন্ধের বর্জ্যে বর্জ্যে ক্রমাগত ঊর্ধ্বস্তর
তবু ভণ্ডামির মুখোশে কেবলই শোভা বর্ধন ।
আড়ালে ওত পেতে শৃঙ্খলের অদৃশ্য শিকল
না জানি চরণ কখন শিকলে বাঁধা পড়ে
মুখগুলো বিমর্ষ নির্বাক …
কখন একটুখানি শূন্যতা !
অপেক্ষায় শুধু দমফাটা চিৎকার …
ফিরোজ, মগবাজার, ২৭/০১/২০১৯