যাকে বলো অসীম
তাকে আবার ভাগও করো!
ধরো হারিয়ে গেল অসীমের একভাগ
ভাগ করলে কী আর অসীম থাকে?
বস্তু কেবল সীমানা আঁকতে জানে
তবে কেনো -
বস্তুর উপর অসীমের মোড়ক?
শুরু আছে বস্তুর, শেষও আছে
মহাবিশ্বেরও শুরু ও শেষ আছে
অসীমতা শুধুই অবস্তুতে বিদ্যমান
পরম শূন্যে যদি শুরু হয়
আর পরম শূন্যে যদি তা মিলিয়ে যায়
যেন হঠাৎ অস্তিত্বে এসে হঠাৎ হারিয়ে যাওয়া
বড়ই কিংকর্তব্যবিমূঢ়
মহাবিশ্ব কার্যকারণ সম্পর্কের ফল
কার্যকারণ শিকলে বাঁধা –
অসীম গন্তব্যে নয়
অসীম হতে মহাবিশ্বের সৃষ্টি
আর স্রষ্টা একক ও পরম অসীম।
ফিরোজ, মগবাজার, ৩০/০৬/২০২১