কথার যাদু লাউ ও কদু যষ্টি মধু নুনের খনিতে
খলশে মাছে জ্ঞান দানীতে ছটফটানি অল্প পানিতে
অর্বাচীনের খর্ব কথায় গর্ব করা ভারী অহঙ্কার
দুধ বিকিয়ে তামাক কেনে ভিজে উক্তি করে বারংবার
হলো সাহেব গল্প গায়েব ভাবে তিনি বড্ড বড় জ্ঞানী
উপর চতুর ভিতর ফতুর আমরা কয়জনা তা জানি
নিয়ে আসন বিজ্ঞ ভাষণ ভ্রান্ত কথা ফটর ফটর
বোকা ভোলাভালা লোক পেলে তার দাঁতে কটর কটর
দশজনেরে বশে আনতে দলেবলে পিটায় কেবল ঢোল
ঢোলে বোলে চিল্লাচিল্লি সারা আবার বাধায় গণ্ডগোল
তাল বেতালে তাথই নাচে কেউবা গুণমুগ্ধ আবার
পঙ্খীরাজের পাখায় চড়ে হায়রে সবজান্তা সাবাড়
কেউবা হাসে কেউবা কাঁদে কারোও ভীষণ গড়াগড়ি
জলে তেলে লজ্জাবতী গাল তিথির কলঙ্ক জড়াজড়ি ।
ফিরোজ, মগবাজার, ২৫/০৪/২০২০