আরশিতে স্থির চোখ, প্রতিবিম্বে চেনা নয় আগন্তুক
সাফল্য-পালকে জড়ানো জীবন, নেই কারো সমীহের মুখ;
অন্তহীন রাত্রির ভিতর, ছুটে চলে অগণিত স্বপ্ন
ছায়াতে নিত্য হারিয়ে যাই, যেথা দৃষ্টি হয় না নিমগ্ন৷
ছুঁয়ে দেই আকাশের ছাদ, ছুঁয়ে দেই সুনীলের তারা
কত আর কত বিনিময়, সাদা মেঘ স্ফটিক ভারা?
ছুটে গেছে সুগন্ধীর স্বাদ, দিগন্ত-পারেও অম্লান
হৃদয়ের স্পন্দন যত, মুখগুলো বিবর্ণ ম্লান৷
সাগরে নিঃসঙ্গ এক দ্বীপ, শূন্যতায় গেঁথে গেল বুক
ভেবে কভু দেখিনি আসল, কতটা পাওয়া গেল সুখ;
অনেক খরচে কেনা হলো, বহু কিছু, বহুল অর্জন
জয়যাত্রা কোলাহল মোহে, হারালাম আপন ভূবন৷
চাহিদার অতলান্ত নীলিমায় ডুব, ছিঁড়ে ফেলা মায়া ভালোবাসা
সৌরদীপ্ত মরু মরীচিকা, মরুবালু হয় কীর্তিনাশা;
নতুন ভাবে পুনর্বার শুরু, নতুনের ডাক এলো যেই;
এ বৎসর বারো বার উঠি, পড়ে গিয়ে হারিয়েছি খেই৷
প্রতিজ্ঞার মালা গলে পরি, তবে সেটা দ্রুত ভুলে যাই
প্রতিটা ঝাপসা চোখের ভিতর, ক্ষয়ে যাই, কোন আশা নাই;
আসলে কি অতি প্রয়োজন, অবিকল খুঁজে নিতে কাছে
বুলেটের ত্বরিত গতি ছাড়াও, আরো আরো বহু কিছু আছে৷
তারই-বা কি মূল্য আছে, যে একাকী পাহাড় চূড়ায়?
নিজেকে খুঁজে ফিরে পেতে, আর কত লাগবে সময় ...!!!
ফিরোজ, মগবাজার, ২৯/১০/২০২৪
Inner Thirst
In the mirror, a stranger stares,
A life of success, yet no one cares.
Chasing dreams through endless nights,
But lost in shadows, out of sight.
Reaching to the sky, but what's the cost?
In noise of triumph, I feel so lost.
My beloved heartbeats, faces fade,
In the quest for more, connection frayed.
I start anew, from a new call,
Twelve times this year, I rise and fall.
Promises made, but soon forgotten,
With every fizzle eye, my hope feels rotten.
What truly matters, I must explore,
Beyond the hustle, there's so much more.
Is it worth it, this lonely climb?
To find myself, I need, how much time ...!
By Md. Feroj Hoshen