সুবিশাল জলধির মাঝে জেগে ওঠা
নিঃসঙ্গ সাগর দ্বীপ, নিসর্গ সৌন্দর্যে অপরূপ
চারিপাশে অথই জলরাশি
উত্তুঙ্গ ঊর্মিভঙ্গ প্রচণ্ড বলিষ্ঠ
বারেবার কূলে আছড়ে পড়ার তীব্র গর্জন
দ্বীপ-পাড়ের মলিন আবর্জনা
ভেসে যায় সমুদ্র জলে, পবিত্র সাগর দ্বীপ
ঊর্মিল সমুদ্রের জলকণা
অকপট আকাশের নীল নিয়ে
রূপ নেয় স্বচ্ছ নীল জলে ।
আমার অন্তর দ্বীপখানি কলুষিত কালিমায় ঢাকা
যদি সবেগে আছড়ে পড়তো বিশুদ্ধ মহাঢেউ
মহাতরঙ্গ হিল্লোলে শিহরণ উঠতো সে দ্বীপে
বিবেকের জলোচ্ছ্বাস হতো উপলব্ধির জোয়ারে
ভেসে গিয়ে হতাম পূত-পবিত্র
নফসিয়াতের খাসলত ধুয়ে মুছে হতো সাফ
বিশুদ্ধতার শুভ্র রঙে অন্তর দ্বীপখানি
রূপান্তরে হতো পরিপূর্ণ সাদা মন !!
ফিরোজ, সিদ্ধেশ্বরী, ১৭/১১/২০১৫