আকাশে হেলানো এক ফালি চাঁদ
দোলা দেয় মনে তৃতীয়া তিথি
ফুলের সুরভী ছড়ায়ে বাতাসে
হেলেদুলে নাচে কামিনী বীথি।
দখিনা বাতাসে ওড়ে তার চুল
পায়ে পায়ে তার নৃত্যের ছল
দিগন্ত বিহারে নিমগ্ন গোধূলি
সীমা নেই সেথা, না আছে তল।
চোখ দুটি তার তারা ঝলমল
অতি দীপ্তীমতী, ত্রস্ত চমকি
অধরে রক্তিম গোলাপের হাসি
অন্তঃপুরে হায় জানা নেই কি!
ফিরোজ, মগবাজার, ১৫/১০/২০২১