বৃষ্টিতে ভিজতে বললে, ভিজলাম
কয়েক দিন সর্দি, কাশি, জ্বর
কনকনে শীতে বরফজমা পথ পেরোতে হবে
পেরিয়ে এলাম সোনা রঙের উপহার হাতে
তবু আপন হলে না ...!
এখন যদি বলো ছুটে যাবো
কিংবদন্তির রহস্যময় নিভৃত ছায়ানীড়ে
খুঁজে নেবো গোপন কুঠুরিতে লুক্কায়িত দর্শন পুকুর
যেখানে অতীত ও ভবিষ্যতের দর্শন মেলে
চোখের তারায় তারায় কেবল স্বপ্ন জ্বলে
অন্দরে জলধির ঘূর্ণি, কিন্তু কোন নৌকা নেই ...!!

ফিরোজ, মগবাজার, ০৫/০১/২০২৫