মহীরুহ ছায়াতে দেহ ঝলসে গেল
সুরক্ষার বেদিতে সম্ভ্রম হারালাম
যাদের কাছে নির্ভার হবো
যাদের দেখে নির্ভয় হবো
হায় ! তারা ঘাড়ে চাপিয়ে দেয় পাথর বোঝা
তাদের দেখে হায়েনার ভয় জাগে প্রাণে
মহীরুহ মহিমা তালাশে নিমগ্ন
ওদিকে ওরা ক্রমাগত ভয় বাড়িয়েই চলেছে
এসব দেখে দেখে ঠেকে ঠেকে
ভুক্তভোগীর আবিশ্বাস পোক্ত হয়ে গেড়ে বসে
কেমনে ফিরিয়ে আনি বিশ্বাস অন্তরে !
ফিরোজ, সিদ্ধেশ্বরী, ০৪/০৪/২০১৭