নৈতিকতার বেড়া ছিঁড়ে
বিজ্ঞানের খেলা চলে বিজ্ঞানের সাথে
অধিপতি বৈজ্ঞানিক মগজে
প্রকৃতি ও প্রাণের সুরক্ষা সম্বন্ধ উপেক্ষিত
ক্ষমতার কুরসিতে পরিব্যাপ্ত বিজ্ঞানের হাত
ধ্বংসের আয়োজনে অপরাজেয়
আস্ফালনের বিভীষিকা - হিরোশিমা নাগাসাকি
আণবিক প্রলয়ের শঙ্কাতে আতঙ্কিত পৃথিবী
এই বুঝি কেয়ামতের শুরু !
কোভিট-১৯, চিৎকারে বিলাপ করে পৃথিবী
ক্যামেরার চোখে চোখে নড়াচড়া বন্দি
প্রতি মুহূর্ত বাঁধা পড়ে আধিপত্যের নজরে
জীবকোষ বদলে দিয়ে ডাকাতের হাতে নিয়ন্ত্রণভার
নীতিচ্যুত বিজ্ঞান ছুটে চলে ধ্বংসের পথে
আর পৃথিবীকে জাপটে ধরে
অবাঞ্ছিত আধিপত্যের শাসন
ফিরোজ, মগবাজার, ২০/০৩/২০২০