নতুন বছর নতুন করে
জ্বলে উঠুক আশার আলো
নতুন ভাবে নতুন গানে
ভালোবাসার জগৎ ভালো,
সব বারুদের ডিপোগুলো
ভেঙ্গে গড়ো ফুলের বাগান
মন মমতায় ভরে উঠুক
আছে যাদের হৃদয় পাষাণ।
সব ভেদাভেদ হিংসা ও দ্বেষ
দূর হয়ে যাক বিশ্ব হতে
প্রেমের জোয়ার যাক ছাপিয়ে
মানবতার নতুন স্রোতে,
নতুন দোলায় থুবড়ে পড়ুক
যুদ্ধবাজের সকল নিশান
জাতিবাদের মড়ার উপর
বর্ণবাদের হোক অবসান।
নতুন বছর নতুন শিকল
অত্যাচারীর হস্ত বাঁধা
ক্ষুধার জ্বালা সব মিটে যাক
নতুন দিনের পত্র সাদা,
নতুন বছর নতুন করে
চিত্তে চিত্তে প্রাণের দোলা
নতুন দিনের নতুন হাওয়ায়
অনুরাগের দোয়ার খোলা।
ফিরোজ, দিলকুশা, ১৭/০৪/২০২২