বিলের পরে ঝিল
ঝিলের পরে ছোট্ট কুঁড়েঘর,
বাবা মেয়ে সেথা
দুই জনে এক ছোট্ট পরিবার।
ঘরের ওপার বহে
ঊর্মি দোলা খরস্রোতা এক নদী,
সেই নদীতে ভর
অনেক আশার দৃষ্টি নিরবধি।
ডিঙি নায়ে চড়ে
জেলে ফেলে নদীর জলে জাল,
নিত্যদিনের পেশা
জালে জালে সাদা মাছের পাল।
জীবন চলার পথে
ডিঙি নাওটি ভেড়ে ঘাটে ঘাটে,
ঘাম ঝরানো দেহ
ঘামের উসুল বেচাকেনা হাটে।
দিনের শেষে ফেরা
মায়ায় ভরা কুঁড়েঘরের টানে,
নদীর পাড়ে অধীর
ছোট্ট মেয়ে বাবার পথের পানে।
একটি নদীর বর
নদীর কাছে অনেক অনেক ঋণ,
নদীর পরিবার
এমনি করে কাটতো অনুদিন।
এ-কি! মরণ বাঁধ
স্রোত হারানো চরার উপর চর,
বিলের পরে ঝিল
ঝিলের পরে নেই আর কুঁড়েঘর!
বাবা মেয়ের বর
ঘরহারা এক ছোট্ট পরিবার!
বুকের মধ্যে নদী
গুমরে কাঁদে বহে নিরবধি!
ফিরোজ, দিলকুশা, ২৪/০৪/২০২২