কত ফুল কত ফল
    জন্ম নিল মাটি হতে
তারপর ঝরে গেছে
    নতুনের জন্ম দিতে;
আলোকের নববন্যা
    নবজন্ম নবমান
নবরূপে বিকশিত
    জীবনের নবগান।

ফিরোজ, মগবাজার, ০৭/০৯/২০২৩