এ যে নব রূপান্তরের ডাক
শিকল ভাঙ্গার তান
নিয়মগুলো সব ঘুণে ধরেছে
ভেঙ্গে হোক খানখান
দিক দিগন্তে ছড়িয়ে পড়েছে
নতুন সে আহ্বান
এ যে উদিত সূর্য তেজোদীপ্ত
নতুন দিনের গান ।
চাঁদের কোমল আলোতে ছোঁয়া
হিমালয়ের শিখর
দূর নীলিমার নীল উদরে
ভেঙ্গে যায় জলসাঘর
সজীব প্রাণে আর্দ্রতার জল
গভীর সাগরতলের
নিরেট শুকানো পাষাণ দিলে
সে সঞ্চার করে প্রাণ ।
শত সহস্রাব্দের অভিজ্ঞতা
সব শূন্যতাকে ভরে
নতুন সূর্য-আলোক রেখায়
অন্ধকার বুক চিরে
হাজার তারার মিটমিট চোখ
এনে দেয় দিশা ফিরে
নগরে গ্রামে উঠেছে যে ঝড়
নবীন সে স্পন্দন ।
জরা জীর্ণতাতে আঘাত এলো
হলো দীর্ণ নীরবতা
আড়মোড়া ভেঙ্গে পৃথিবী জেগেছে
আলোড়ন ওঠে হেথা
হেথা কোলাহল হেথা উল্লাস
নতুন দিনের কথা
হর্ষ কল্লোলে নিশ্চলতা গ্রাস
নবযুগে আরোহণ ।
ফিরোজ, সিদ্ধেশ্বরী, ১৩/০৩/২০১৫