ঝরঝরে স্বপ্নের চাষাবাদে আমার পৃথিবী
নিজের মতো করে গড়তে চেয়েছি
চাইলে কি সব হয়?
আশপাশ-প্রতিবেশের চাপ
অতঃপর কল্পনায় গড়েছি
হাজার ছায়াপথ হতে দূরে স্বপ্নের পৃথিবী
ডানা মেলে উড়াল দিব
পারিনি, জাপটে ধরে শত-সহস্র সহচর ।
কিছু কিছু স্বপ্ন ঝরে পড়ে
চোখের জলের ফোটায়
হাওয়ায় হাওয়ায় আকাশে ওড়ে কিছু কিছু স্বপ্ন
কিছু কিছু স্বপ্ন প্রকাশহীন, পড়ে থাকে অন্তর-গহিনে
নিরবে-নিভৃতে, একান্ত আপন ।
ফিরোজ, মগবাজার, ০৯/১১/২০১৮