নির্মল করো মনম্বরী মেঘ
স্বচ্ছ যেমন ঝর্ণাধারা
শুভ্র চিত্ত উদার করো প্রভু
মুক্ত চেতন বাঁধনহারা।
রঙ বদলের জারিজুরি যতো
করে দিও প্রভু ফাঁস
ঘুণে ধরা যতো কপট আধার
করে দিও প্রভু নাশ।
স্বার্থের ভারে সময় দোলে কভু
আরো দোলে যদি অসি
বিবেকের ভার কাঁধে তুলে তার
হাতে তুলে দিও মসি।
নিত্য চালাও সত্যিতে হে প্রভু
চুরমার করো সকল বাঁধা
গিরি সংকট, কাঁটা ভরা পথ
ভেঙ্গে ফেলো যতো ধাঁধা।
ফিরোজ, মগবাজার, ২৫/০৯/২০২৪