তখন আমি একটুও বুঝিনি
তোমার ভাষা ছিল নিমেষের কবিতা
তোমার কথাকে কবিতা বলবইতো !
ঝিলিক দেয়া আলোর মতো
কখনও ঘর হয়ে ওঠে উজ্জ্বল
অন্ধকারের দোলাচলে আবার
ঢুকে পড়ি কুঠরির অতলে ।
কথায় কথায় ভারী হেঁয়ালি তোমার
তা-ও যেন এক প্রগাঢ় বোধের কবিতা
এই যেন অতি কাছের একজন
মুহূর্তেই বহুদূর, অতি দূর সীমানায়
খেলায় খেলায় হেঁয়ালিও
হয়ে ওঠে অতি প্রিয় কবিতা ।
মুখে নাইবা এলো ভালবাসার গান
বেভুল বদনখানী অন্তরের অন্দরে
নিবিড় ভালোবাসার কারুকার্যময় কবিতা
কিংবা বলা যায়
অনুভবের ধাপে ধাপে লিখে দেয়া
ভীষণ গভীরতার প্রেমের কবিতা ।
তখনও বুঝিনি আমি
বিশেষ চলনের ঘোরলাগা ছান্দিক দোলা
ভালোবাসার গানের তালে তালে
নৃত্যতোলা নান্দনিক পদযুগল
সে ছন্দওতো কবিতা হয়ে ওঠে ।
সময়ের অবিরাম রথে চড়ে
এতোদিনে বুঝলাম, আসলে তুমি আমি
নিত্যদিনের নিগূঢ় প্রেমপিয়াসী
প্রতিদিনের ভালোবাসা, কবিতায় ভালোবাসা ।
ফিরোজ, মগবাজার, ০৩/০৮/২০১৮