হে খোদা,
কেন আমি খুশি তুমি তা জান:
কারণ, নিজের প্রচেষ্টা ছাড়া
তোমার সঙ্গ কামনা করি।
হে খোদা,
সিদ্ধান্ত নিলে তুমি, আর আমি নেইনি।
যখন জেগে উঠলাম
বন্ধুটিকে পাশে পেলাম!
(খাজা শেখ আবদুল্লাহ আনসারীর ফার্সী কবিতার ইংরেজি অনুবাদ “The Friend Beside Me” অবলম্বনে।)
ফিরোজ, মগবাজার, ২১/০৬/২০২১