কালোকেশী কুঁকড়ানো চুল, হাওয়া লেগে উড়ছে
মধুর মেদুর আলোড়নে, দিয়ে যায় পরশন
এলোমেলো দোলে হাওয়ায়, অনুরাগে আবেশন
মনোরম কুঁকড়ানো গিঁটে, কালো নীরদ ঘুরছে
চোখে তার আকাশের তারা, বিষের কাঁটা ছুড়ছে
প্রেমে অবহেলা ব্যবধান, মিছে তার আলাপন
পথহারা পথে লাগে ঘোর, হয়রান খুঁজে ধন
ছাই-চাপা আগুনের তাপে, জ্বলনে মন পুড়ছে।
নিজেকে চিনেছি এতোদিনে, তাই খুঁজে পাই তারে
আপন ভুবনে বেদনায়, সুর গাঁথি অবশেষে
সে আজ বহু দূর নিবাসে, ডালি ভরে দেবো যারে
হৃদয়ে জানালা খুলে রাখি, জ্বেলে আলোক আঁধারে
মৃত বাগানের গাছে ফুল, যদি ফোটে ভালোবেসে!
আমার আশার তরিখানি, তবে ভিড়বে সে পারে!
ফিরোজ, মগবাজার, ১২/০৫/২০২০