এটা কোন পাকস্থলীর গদ্য নয়
দেহের ভিতরের দোকানগুলি হতে
রক্ত বিক্রির যা কিছু সঞ্চয়-
শপিং ব্যাগের দুটি ঠোঁট হাঁ করে
কেবলই গিলে খায়, কেবলই খায় …!
অতঃপর ধোপ দুরস্ত পোশাকের মাড় হারিয়ে
ত্যানা হয়ে গেলাম;
এখন যত কবিতা লিখি সবই মুণ্ডুকাটা
ভিতরের দোকানগুলো উজাড় করে রক্তশূন্যতা
রঙিন জগতটাকে তাই পাণ্ডুর মনে হয়;
রাতের আকাশে চাঁদটাও খুবই রুগ্ন
সোডিয়াম বাতির মতো জন্ডিসের চিহ্ন;
মাটির গভীরে প্রোথিত শিকড়গুলো পচে গিয়ে
একটু একটু করে নিঃশেষ হলাম;
এখন দুচোখ জুড়ে শুধুই ঘুমের চশমা …!!!

ফিরোজ, মগবাজার, ১৮/১০/২০২৪