নির্ধারিত নিয়মে চলে বিশ্বব্রহ্মাণ্ড
শৃঙ্খলা ভারসাম্যের নিয়ম নিগড়ে বাঁধা
কখনও বিধি প্রেমময় দয়ার্দ্র
কখনোবা নিষ্ঠুর কঠিন ।
ভালবাসায় নিষিক্ত হলে
নওল যৌবনে ফেরে নিসর্গ
স্থিতিশীলতা হারালে নির্মমতায় মৌন হয় সে
কৃত্রিম অনাচার, অযাচিত হস্তক্ষেপে
রুষ্ট ও ক্রুদ্ধ হয়ে ওঠে
ক্রুরতায় ডেকে আনে নিসর্গজ বিপর্যয় ।
অরণ্যে মৃগ উৎসর্গিত ব্যাঘ্রের আহারে
তৃণ নিজেকে নিসার করে মৃগের রাহে
তৃণভোজে, মাংসাহারে বেড়ে ওঠে নগরের জনপদ
সাগরের অনুজীবে মাছের ক্ষুধা নিবারণ
ক্ষুদ্র ক্ষুদ্র মাছ হয় বড় মাছের আহার্য ।
জীবে জীবে নির্ভরতায় চলে নিসর্গে জীবনচক্র
এ নীতি স্রষ্টা নির্ধারিত
সে নিয়মে বাধা আসলে বিলুপ্ত হয় জীবন ।
ফিরোজ, সিদ্ধেশ্বরী, ১০/০৭/২০১৫